
খুলনায় মাদক নির্মূলের গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
গত রুপসা উপজেলা শ্রীফলতলা ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ইয়াবা সহ দুই জন কারবারি গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৬/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন শ্রীফলতলা গ্রামস্থ জনৈক ইউনুস সরদারের বাড়ীর সামনে হতে মাদকসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার কৃত আসামি ১। মোহাম্মদ বিল্লাল আকন (৩৯), ২। মোঃ সজল গাজী (২৯)দ্বয়কে ধৃত করেন এবং ঘটনাস্থল হতে সাগর বিশ্বাস (৪০) পালিয়ে যায়। ধৃত পূর্বক আসামীদের হেফাজত হতে সর্বমোট ২০(বিশ) গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।