রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় তীব্র গরমে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাগমারা উপজেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তৃষ্ণার্থ পথচারীদের হাতে ইনটেক পানির বোতল ও খাবার স্যালাইন তুলে দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক, কারা নির্যাতিত নেতা রুহুল আমিন সনির নেতৃত্বে সাধারণ মানুষ, ভ্যানচালক ও পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ১১ নং গণিপুর ইউপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লালটু, তারেক জিয়া প্রজন্ম দলের, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, শহীদ জিয়া প্রজন্ম দলের গনিপুর ইউনিয়নের সহ-সভাপতি, শাহিনুর ইসলাম ও বাগমারা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির উদ্দিন সহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।