
হবিগঞ্জের মাধবপুরে ৩৫ মামলার তালিকা ভুক্ত আসামি কুখ্যাত চাঁদাবাজ আবু মিয়ার কুঠির জোর কোথায় এ নিয়ে প্রশ্ন উঠেছে ।
জানা যায়, মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ৩৫ মামলার তালিকাভুক্ত আসামি কুখ্যাত চাঁদাবাজ আবু মিয়ার তান্ডবে এলাকাবাসি অতিষ্ঠ ।
সম্প্রতি এক স্কুল ছাত্রী হত্যা মামলায় জেল হাজত থেকে জামিনে এসে হিংস্র হয়ে উঠেছে কুখ্যাত সেই আবু মিয়া । গত ১৫ দিন আগে মেহেরপুর গ্রামের এক গরীব অসহায় দিনমজুরকে থানার এস আই সুজন শ্যামের সহযোগিতায় ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় পুলিশ অফিসার ক্লোজ হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন চাঁদাবাজির মূল হোতা কুখ্যাত আবু মিয়া ।
বিভিন্ন তথ্য মতে জানা যায়, বহু অপকর্মের হুতা কুখ্যাত আবু মিয়ার নামে বিভিন্ন অভিযোগে ৩৫ টি মামলা রয়েছে। এর মধ্যে সরাষ্ট উপ-সচিবের ভাই হত্যাসহ ৪ টি খুনের মামলা, ৫ টি সিটিং, ৩ টি চাঁদাবাজি, ২ টি ব্যাংক জালিয়াতি, ৩ টি অপহরণ, একাধিক ডাকাতি, চুরি, অগ্নি সংযোগ, মাদক ও অসংখ্য জিডি রয়েছে আবু মিয়ার নামে ।
তার পরিচালিত বাহিনী দ্বারা বহু কু কর্ম করে কুটি টাকার মালিক হয়েছেন। অনেকে তার নামে মামলা করেও বিপাকে পড়েছেন। পরবর্তীতে তার হাত থেকে বাঁচার জন্য আপোষ করতে বাধ্য হয়েছেন । এই সু-চতুর আবু মিয়া অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার বিরুদ্ধে কথা বললে যেকোনো সময় খুন করে ফেলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না । আবু মিয়ার তান্ডবে অতিষ্ট এলাকাবাসী ।
কুখ্যাত আবু মিয়ার হাত থেকে বাঁচতে সুশীল সমাজ ও সাধারণ জনগণ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে । শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।