
কন্টেন্টের নামে অশ্লীল ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
বুধবার (১১ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির পুলিশ সুপার মো.আজাদ রহমান।
গ্রেফতারকৃতরা হলো,সোহাগ সিকদার (২৬) ও হৃদয় আহম্মেদ (২৩)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১ টি অপ্পো মোবাইল,১ টি সনি ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা, ১ টি ডিজিআই ক্যামেরা,২ টি হার্ডডিস্ক,১ টি পোর্টেবল হার্ডডিস্ক এবং ৩ টি মেমোরি কার্ড উদ্ধার করে।
মো.আজাদ রহমান বলেন,তথ্য প্রযুক্তির উৎকর্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অনেকেই যোগাযোগের পাশাপাশি বিনোদনের জন্য স্মার্টফোনে বিভিন্ন প্রকার ভিডিও দেখে থাকে। আর এ জন্য বিভিন্ন ধরনের ফুড ব্লগার,ট্রাভেল ব্লগার,ফ্যামিলি ব্লগার,কাপল ব্লগারসহ বিভিন্ন জন বিভিন্ন প্রকার কন্টেন্ট তৈরী করে অর্থ উপার্জন করছে।
কিন্তু এর মাঝেই এক শ্রেনীর অসাধু ও বিকৃত মানসিকতার লোক অতিরিক্ত ভিউ পাওয়ার আশায় অশ্লীল সংলাপ,অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ করে প্রচার করছে যার কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। এসব ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিছু কিছু কন্টেন্টে শিশুদেরও ব্যবহার করতে দেখা যায়। শুধুমাত্র অশ্লীল সংলাপ এবং আপত্তিকর অঙ্গভঙ্গি নির্ভর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সামাজিক অবক্ষয়ের পাশাপাশি উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে ভুল বার্তা দিচ্ছে। সাইবার পুলিশ সেন্টার,সিআইডি এসব অশ্লীল কন্টেন্ট প্রচার বন্ধে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি বলেন,এরই ধারবাহিকতায় গতকাল সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এর নির্দেশনায় অশ্লীল কন্টেন্ট তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে ঢাকার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার বিবরন দিয়ে তিনি জানান,সাইবার পুলিশ সেন্টার, সিআইডি নিয়মিত সাইবার পেট্রলিং কালে জানতে পারে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট তৈরীর নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ ও প্রদর্শন করছে। এ বিষয়ে অনলাইন সার্চ করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাইটানিক ৭৬ (লিংক https://www.facebook.com/Taitanic76) নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়,অভিযুক্ত সোহাগ সিকদার এডমিন হিসেবে টাইটানিক ৭৬ নামক পেজটি পরিচালনা করত এবং হৃদয় আহম্মেদ অশ্লীল কন্টেন্ট তৈরি করত।
পরবর্তীতে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি চৌকস দল মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল সংলাপ ও আপত্তিকর অঙ্গভঙ্গি নির্ভর কন্টেন্ট তৈরী এবং প্রচারকারী সোহাগ সিকদার ও হৃদয় আহম্মেদকে গ্রেফতার করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর আইন অনুযায়ি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ফেসবুকে Taitanic76 ছাড়াও বেশকিছু পেজ সিআইডির নজরে এসেছে যেগুলির মাধ্যমে অশ্লীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সে পেজ গুলো সনাক্তকরণসহ আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে