
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার দিলালেরপাড়া এলাকার তানযিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা তালাবদ্ধ করেছে।শনিবার (৮ ই জুন সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছে ওই এলাকার আলাল উদ্দিনের ছেলে এমদাদুল হক।অভিযুক্তরা হলেন একই এলাকার বাদল মিয়া (৩৫), শহীদুল্লাহ্ (৫৫),সুরুজ্জামান (৫৬)।
শহীদুল্লাহর অভিযোগ ,দীর্ঘদিন থেকে এমদাদুল হকের পরিবারের সাথে শহীদুল্লাহর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে শনিবার সকালে জামিয়া তানযিমুল উম্মাহ মাদ্রাসা তালা দেয় ও পুকুরের মাছ লোটপাট করে।বাঁধাঁ দিতে গেলে এলো পাতারি চর থাপ্পড় মারে।স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে অভিযুক্ত শহীদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে বলেন যেখানে মাদ্রাসা নির্মান হয়েছে সেই জমি আমাদের।সেজন্যই মাদ্রাসা ঘরে তালা দেওয়া হয়েছে।