
পটুয়াখালীতে মারধরের শিকার একগৃহবধু।অতপর তার হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত গৃহবধূর নাম নিলিমা রানী (৪৫),স্বামী সুনিল শিকারী,কমলাপুর ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, পটুয়াখালী। উক্ত মারধরের ঘটনা টি ঘটেছে ১১ জুন মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে৮ টায়।
মারধরের পরে এ গৃহবধূকে উদ্ধার করে দু’দফা স্হানীয় হোমিও এবং এলোপ্যাথি চিকিৎসকের পরামর্শে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উক্ত গৃহবধূ এ হাসপাতালে এদিন দুপুরের দিকে মৃত্যু বরণ করেন। হাসপাতালে থানা পুলিশ পরিদর্শন করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জোর প্রস্তুতি চলছে।