
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলিশ সম্প্রদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাকের সভাপতিত্বে সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে ইলিশ সম্প্রদ সংরক্ষণ প্রসঙ্গে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রাণী সম্প্রদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার ফখর উদ্দীন সিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী ছাদিয়াতুজ জোহরা, জেলে প্রতিনিধি আনন্দ কুমার বর্মন, বাসুদেব মালো, রাজা সারেং,সহ অনেকে।এ সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, ইলিশ সম্প্রদ উন্নয়ন ও ব্যবস্থাপনার আওতায় প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। তাই জাটকা ধরা, কেনা-বেচা, মজুদ-বহণ করা দন্ডনীয় অপরাধ।