রামু উপজেলার গর্জনিয়ায় পানিতে পড়ে হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে। সে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের
পেঠান আলীর ৯ বছের শিশু পুত্র আতাউল্লাহ।
জানা যায় শনিবার (৪ নভেম্বর) আতাউল্লাহ প্রতিদিনকার ন্যায় ওই দিন সকালে বাড়ি থেকে হেফজখানায় পড়তে যায়। দুপুরে বাড়িতে খেয়ে সে খেলতে বেরিয়ে পড়লে সে পাশ্ববর্তী ড্রেনের পানিতে ডুবে মারা যায় বলে পারিবারিক সূত্র জানায়।
আতাউল্লাহ মৃগী রোগী ছিলো। এ রোগ শুরু হওয়াতে সে অল্প পানিতে পড়েই মারা যায়।