
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ “মেধা ও মননে সুন্দর আগামী”-শ্লোগানকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের মনিরামপুরে “কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পৌরশহরের বাঁধাঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্রতিক্রমী এ মেলার আয়োজন করে স্বেচ্ছঠাসেবী সংগঠন সমাধান। মেলা প্রাঙ্গনে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও পুরস্কার সভার আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাধানের প্রকল্প সমন্বয়কারী মুনছুর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল আলীম, অধ্যাপক উত্তম চন্দ্র চন্দ, অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, জাকির হোসেন পান্নু, প্রধান শিক্ষক সেলিনা আকতার বানু, মনিরা সুলতানা প্রমূখ। মূলতঃ শুভবোধসম্পন্ন সমাজ ও জাতি গঠনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের সুস্থ ও শারিরিক ও মানসিক বিকাশ সাধনে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে, সাংস্কৃতিতে অধ্যাপক আব্দুল আলীম, ক্রীড়ায় অধ্যাপক উত্তম চন্দ্র চন্দ, সাংবাদিকতায় অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার কে সম্মাননা প্রদান করা হয়।