
নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রয়কালে হাতে নাতে ০২টি মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো মো: আহাদ আলী হাবল (৫০) আমির হোসেন (৪৫) শামীম আলম (৪৮)জাকিরুল ইসলাম ওরফে আকাশ (৪২) ফজেল হোসেন প্রামানিক (৫৬) ও নজরুল ইসলামদের (৪৫) গ্রেপ্তার করিয়া গতকাল সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বাড়ি বাগমারা বলিয়া জানা গেছে । আত্রাই থানাপুলিশের তদন্ত ওসি লুৎফর রহমান ঘটনা নিশ্চিত করেন।