ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নড়াইল আদালত সড়কে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গোবরা বাজার কমিটির সভাপতি উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মুক্তি চাই, মুক্তি চাই উজ্জ্বল চেয়ারম্যানের মুক্তি চাই’ এ শ্লোগানে মুখরিত হয়ে উঠে আদালত সড়কসহ আশপাশের এলাকা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, রকিবুল ইসলাম, সুচিত্রা বিশ্বাস, মনিরুল ইসলাম প্রমূখ। বক্তারা ও মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তি দাবির পাশাপাশি খুনি সন্ত্রাসী নিউটন গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তরা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত খুনি ও চিহ্নিত সন্ত্রাসী নিউটনের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় উজ্জ্বল চেয়ারম্যানকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এছাড়া উজ্জল চেয়ারম্যানের অনুসারীদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন হচ্ছে। চেয়ারম্যান উজ্জ্বল এলাকার অসহায়, গরীব-দুখী মানুষের বিপদে-আপদে পাশে থাকেন বলে তারা দাবি করেন।
এদিকে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের স্ত্রী মিসেস সোনিয়া সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত পত্রে উল্লেখ করেছেন, গোবরা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে সন্ত্রাসী নিউটন গাজী ও তার অনুসারীরা এলাকার শান্তিপ্রিয় মানুষদের খুন-জখমের ভয়ভীতি প্রদর্শন করে আইন-শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। নিউটন ও তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও এলাকার শান্তির দূত ও জনদরদী উজ্জ্বল শেখের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়।
এ সময় আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তাঁর প্রাইভেট কার পুড়ে যায়। পাশাপাশি আরও একটি বাড়িতে ভাংচুর চালানো হয়। নিউটন গাজী বাদি হয়ে গোবরা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ১৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। গত ৪ জুন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুনঃ