
চট্টগ্রামের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে ১০ ই জুন (সোমবার)চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)
উক্ত সভায় আসন্ন ঈদুলআজহা উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের দামপাড়া, অলংকার, একে খান, কাটগড়, অক্সিজেন মোড়, বহদ্দার হাট, কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থান হতে ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া লক্কর-ঝক্কর গাড়ি, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করে বিকল্প উপায়ে হয়রানিমুক্তভাবে যাত্রীপরিবহনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আসন্ন ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ভারি গাড়ি চলাচল বন্ধের বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন প্রতিরোধের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। যেসব গার্মেন্টস কারখানা তাদের শ্রমিকদের ঈদযাত্রায় রিজার্ভ বাস ভাড়া করবেন সেগুলোর তালিকা বিআরটিএ’র সহযোগিতায় যাচাইবাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে দেওয়ার বিষয়েও সভায় ফলপ্রসূ আলাপ হয়।
এসময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম ও সিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন।
বিআরটিএ’র পরিচালক জনাব মোঃ মাসুদ আলম ও বিজিএমইএ পরিচালক জনাব মোহাম্মদ মুসাসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, এলজিইডি, জেলা তথ্য অফিস, জেলা শিক্ষা অফিস, ব্র্যাক ও পরিবহনসংশ্লিষ্ট বিভিন্ন সমিতির প্রতিনিধিগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।