
র্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মামলা নং-০২(৪)১৩, জিআর-১৪/১৩, ধারা-১৪৭/১৪৮ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গতকাল ০৯ জুন রবিবার রাত আনুমানিক ০৯:৩০ মিনিটের সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মামুন (৩০), পিতা-আজিজুল হক প্রঃ চিকন মিয়া, সাং-কোম্পানী টিলা, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ সে সূত্রে বণির্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।