
৯ জুন রবিবার গতকাল পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পটুয়াখালী সদরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)। তিনি পেয়েছেন ৩২,৬২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মনির( আনারস( পেয়েছেন ২২,২১৬৪ভোট।
অন্যদিকে উক্ত নির্বাচনে দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাওসার আমিন হাওলাদার ( মাল্টা কাওসার) ( কাপ-প্রিচ)। তিনি পেয়েছেন ১৪,১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন -অর- রশীদ হাওলাদার ( মোটর সাইকেল) পেয়েছেন ৯,০৪২ ভোট।
এ নির্বাচনে পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পৃথকভাবে রেজাউল করিম সোয়েব পটুয়াখালী সদর উপজেলা এবং কাওসার আমিন হাওলাদার দুমকী উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।