
শান্তি পূর্ণ পরিবেশে গতকাল রবিবার মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে খান মোঃ আবু বকর সিদ্দিকী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ- প্রিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জহিরুল ইসলাম (জুয়েল) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৮৯২ ভোট। তিনি এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে হেট্রিক করেছেন এবং টানা চার মেয়াদে জনপ্রতিনিধি হয়েছেন। তিনি প্রথমে মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। উক্ত নির্বাচনে এবার তাঁর সাথে নির্বাচন করে জিনি পরা জয় বরন করেছেন তিনি তাঁর পরিষদেরই বর্তমান ভাইস চেয়ারম্যান। নব-নির্বাচিত মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, তিনি পূনরায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া আদায় করেন।
তাকে আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি মির্জাগঞ্জ উপজেলা বাসীর প্রতি চির কৃতজ্ঞ। তাঁর প্রতি মির্জাগঞ্জ উপজেলা বাসী যে ভালোবাসা দেখিয়েছেন তিনি এই ভালোবাসার ঋন কখনো শোধ করতে পারবেন না।
এ বিজয় তাঁর মির্জাগঞ্জ বাসীর বিজয়। তিনি সকালের খবর নিউজ পোর্টাল এর মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা বাসীর উদ্যেশ্য বলেন, কেউ কোন ধরনের কোন্দল সৃষ্টি করবেন না, দিন শেষে সকলেই আমরা এক। যে ঝামেলা করবেন সে দেশের শত্রু, দশের শত্রু। পরিশেষে তিনি সকালের খবর নিউজ পোর্টাল এর মাধ্যমে শান্তি পূর্ণ পরিবেশে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকল কে এবং মির্জাগঞ্জ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করা নানান মিডিয়ার প্রতিনিধিদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।খান মোঃ আবু বকর সিদ্দিকী কে ২০২৪ এর উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি মির্জাগঞ্জ উপজেলা বাসীকে আন্তরিক অভিনন্দন এবং অগ্রীম ঈদ-উল- আযহার’ শুভেচ্ছা জানিয়েছেন।