
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পুষ্টি বাগান স্থাপন নিয়ে দু’দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আজ (রোববার, ৯ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কুষিবিদ মোঃ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সাদেক হোসেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা প্রদান করা হয়।