ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নওগাঁয় ১০১ কেজি গাঁজা একটি কাভার্ট ভ্যানসহ গ্রেফতার-২

নওগাঁর নিয়ামতপুরে মাদক দ্রব্য উদ্ধার অভিযানকালে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী ২ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে জেলা পুলিশ সুপার নওগাঁ জনাব মুহাম্মদ রশিদুল হক পিপিএম মহোদয়ের দিক নিদের্শনায় বিশেষ অভিযানে মোঃ গাজিউর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলী ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে রওনা করেন। এরপর নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ছাতড়া বাজার এলাকায় অভিযানে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানাধীন সান্তোষপাড়া গ্রামস্থ জনৈক মোকলেছার এর পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে স্থানীয় মোঃ ইসকেন্দার মিয়াসহ কিছু লোকের নিকট হস্তান্তরের জন্য যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অফিসার ও ফোর্স উক্ত স্থানের আশেপাশে গোপনে অবস্থান কালে গভীর রাতে নিয়ামতপুর থানাধীন ২নং চন্দননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সান্তোষপাড়া গ্রামস্থ জনৈক মোকলেছার (৬০), পিতা- মৃত হবিবর রহমান এর পুকুরের সামনে ছাতড়া বাজার হতে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সুমন বাপ্পি (৩৫) ও মোঃ টুয়েল মন্ডল (৫৫), নামের দুজনকে আটক করে পুলিশ বাকী ৮/১০ জন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধারকৃত আলামত ০১ কাভার্ট ভ্যানের পেছনের কাভার্ট অংশের ভেতরে রক্ষিত ০৪টি পাটের বস্তা, যার মধ্যে ০২টি বস্তায় ০৯টি করে ১৮ পোটলা এবং ০২টি বস্তায় ৮টি করে ১৬ পোটলা সর্বমোট ৩৪ (চৌত্রিশ) পোটলা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনো গাঁজা। যার প্রতিটি পোটলা খাকি রংয়ের কসটেপ এবং পলিথিন দিয়ে মোড়ানো। উদ্ধারকৃত গাঁজা পরিমাপ করলে ৩৩ (তেত্রিশ) ৯৯ কেজি এবং অপর ১টি পোটলার ওজন ২ কেজি, সর্বমোট ১০১ (একশত এক) কেজি। যার মূল্য আনুমানিক ২০,২০,০০০/-(বিশ লক্ষ বিশ হাজার) টাকা, আলামত ২। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি নীল হলুদ রংয়ের কাভার্ট ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১৪-৮৩৯২, যার ইঞ্জিন নং-49TC93AYX602077 চেসিস নং-MAT38653M8R01320, এ সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয় এবং ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুনঃ