
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমানবাহিনী প্রধান এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার সময় বিএনপির সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।
রমনা থানার নাশকতার দুটি মামলায় তাকে থানায় হস্তান্তর করবে র্যাব।
রোববার (৫ নভেম্বর) এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, প্রধান বিচারপতি বাসভবনে হামলা ও নাশকতার পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে।
কমান্ডার মঈন বলেন, আলতাফ হোসেনকে ভোরে টঙ্গী থেকে গ্রেফতারের পর কুর্মিটোলা র্যাব সদরদপ্তরে আনা হয়। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হবে।
২৮ অক্টোবর রমনায় প্রধান বিচারপতি বাসভবনে হামলা ও নাশকতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। পুলিশ ওই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখাবে। এছাড়া আলতাফ হোসেনের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য মিলেছে জানতে চাইলে র্যাবের ঊধ্বর্তন এক কর্মকর্তা বলেন, আমাদের গোয়েন্দারা তাকে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে। আমরা তো তার মামলার তদন্তের দায়িত্বে নেই। তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে রিমান্ডে এনে সব শুনবেন।
এর আগে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি পাওয়ার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি। এদিন একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া অনেক পুলিশ সদস্য আহত হন। এই ঘটনা রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।
ডিআই/এসকে