
কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে শনিবার (৮ জুন) আনুষ্ঠানিকভাবে ভুমি সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
এর ধারাবাহিকতায় উপজেলার কচ্ছপিয়ায় ইউনিয়নের গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে রবিবার (৯ জুন) সকাল ১১ টায় উদযাপন করা হয় ভুমি সেবা সপ্তাহ।
এ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গর্জনিয়া ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।এর মধ্যে রয়েছে নামজারির আবেদন প্রক্রিয়া, সেবা প্রার্থীদের ভূমি উন্নয়ন কর প্রদানসহ রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়।
এতে জনগনকে সচেতন করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত জনসাধারণ,সেবা প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। এসময় তিনি বলেন,স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক সেবা বর্তমান সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করায় সকল শ্রেণী পেশার মানুষ সেবা থেকে বঞ্চিত হবে না।
ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা এস, এম, সামিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি সাবেক মেম্বার জাকের আহাম্মদ, মাষ্টার ফয়জুল হাসান,মাষ্টার শামসুল আলম, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী,সাবেক মেম্বার ফরিদ আহাম্মদ, ভূমি অফিসের কর্মচারি মোঃ সেলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।