
কমিউনিটি পুলিশ ডে ২০২৩ এ কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন ।আমতলী কমিনিউটি পুলিশের কার্যনির্বাহী সদস্য বরিশাল বিভাগের গ্রাম আদালতের শ্রেষ্ঠ চেয়ারম্যান ।
আমতলী.উপজেলা.আওয়ামীলীগের সহসভাপতি আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে বরগুনা জেলার শ্রেষ্ঠ কমিনিউটি পুলিশ সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।৪ নভেম্বর বরগুনা পুলিশ লাইন আয়োজিত বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশএর পক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গির কবির, বরগুনা পৌরসভার মেয়র মো. কামরুল আহসান মহারাজ প্রমুখসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।