
রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। নিহত পুলিশ সদস্যের লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। এলোপাথাড়ি ছোড়া গুলিতে এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ১২টার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।
জানা গেছে,এখনও অভিযুক্ত পুলিশ সদস্য বন্দুক তাক করে রেখেছে। ফলে ঘটনাস্থলে কেউ যেতে পারছে না।
তবে কেন বা কী কারণে এমন ঘটনার সৃষ্টি– এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।
ঘটনাস্থলে উপস্থিত সুলতান মাহমুদ আরিফ বলেন, শুনতে পেরেছি পুলিশ ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখা যায়। এতে তাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এরপর পরিস্থিতি থমথম অবস্থা দেখা দেয়।
ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম রাত একটা ১৮ মিনিটে বলেন,ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছে। বডি স্পট থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় এক পথচারিও গুলিবিদ্ধ হয়েছেন। তাকেও পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এমনটা জানিয়ে তিনি বলেন,’সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে প্রথমে কেউ যেতে পারেনি।’
ডিআই/এসকে