ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পুলিশ ভলিবলে এপিবিএনকে হারিয়ে ডিএমপি চ্যাম্পিয়ন

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জ এবং নারী বিভাগে এপিবিএন দলকে হারিয়ে ডিএমপি এ গৌরব অর্জন করে।

শনিবার (০৮ জুন ) বিকালে রাজধানীর শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো.কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সম্পাদক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.মাশরুকুর রহমান খালেদ,বিপিএম(বার),ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় কামরুল আহসান বলেন, খেলাধুলা বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণের অংশ। আমাদের বিভিন্ন খেলার ক্লাব রয়েছে,সেখানে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন,খেলাধুলায় বাংলাদেশ পুলিশের আরো ভালো করার সুযোগ রয়েছে। আগামীতে বাংলাদেশ পুলিশে নব নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্য থেকে খেলাধুলায় আগ্রহীদের বাছাই করে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করার জন্য পুলিশের সকল ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

তীব্র উত্তেজনাপূর্ণ এ ফাইনালে পুরুষ বিভাগের চূড়ান্ত খেলায় ঢাকা রেঞ্জ দলকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি।

এর আগে নারী ভলিবলের ফাইনালে ডিএমপির নারী ভলিবল দল এপিবিএন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির কৃষ্ণ এবং নারী বিভাগে ডিএমপির লাভলী খাতুন।

উল্লেখ্য,গত ৬ মে ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ শুরু হয়। এ চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ১৩টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ