
নওগাঁর বদলগাছীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে চলতি ২০২৩/২৪ অর্থ বছরে কৃষি উৎপাদন বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ প্রমূখ।
প্রধান অতিথি এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার তাই কৃষকদের কথা বিবেচনা করে সরকার দুর্যোগসহ বিভিন্ন মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা প্রদান করে থাকে।