কুড়িগ্রামের উলিপুরে 'দৈনিক যায়যায়দিন' পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ জুন) বিকালে উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে উলিপুর প্রেসক্লাবের সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আমিনুল বিটু। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু এবং বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার (পুণ:রায় নির্বাচিত) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী। দৈনিক করতোয়া পাত্রিকা উলিপুর উপজেলা প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সহিদুর আলম বাবুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা সংবাদদাতা আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, সাপ্তাহিক জুলফিকারের সম্পাদক মাওঃ মমতাজুল করিমী, দৈনিক পরিবেশের উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান সরকার, দৈনিক দাবানল উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান শাহিন প্রমূখ। এছাড়াও উলিপুর প্রেসক্লাবের সাংবাদিক ও যায়যায়দিন উপজেলা ফ্রেন্ডস ফোরামের সদস্যগণ যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মিলিতভাবে কেক কাটেন।