বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে মধু আহরন করে ফেরার সময় কুমিরের আক্রমনে মোশারফ গাজী নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ গাজী খুলনা দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার বাসিন্দা।
শনিবার(০৮ জুন) দুপুর একটার সময় পূর্ব সুন্দরবনের করমজল খাল ফাঁড়ি দেওয়ার সময় মোশারফ গাজী(৪৭) কে কুমির হামলা করে গভীর পানির নীচে নিয়ে ঢ়ায়। এর পর দেড় ঘন্টা পর তাকে উদ্ধার করে সক্ষম হয় বন বিভাগ ও স্থানীয়রা। কিন্তু এর আগে তার মৃত্যু হয়।
করমজল বন্যপ্রানী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন মোশারফ গাজীসহ আরো তিনজন। এর পর মধু আহরন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে করমজল খাল সাতার কেটে যাওয়ার সময় কুমিরের হামলার শিকার হন তিনি। এসময় সঙ্গে থাকা বাকী মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করলে তাকে বাচাঁনো সম্ভব হয়নি। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন বিভাগের কর্মচারীরা। তারাসহ স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা পর কুমিরের মুখ থেকে মৌয়াল মোশারফ গাজীকে উদ্ধার করাহয়। কুমিরের হামলার নিহত মৌয়ালের হাত পা মুখ ও শরিরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় মুলত বন বিভাগের চোখ ফাঁকি দিতে তারা নৌকা ছাড়া খাল সাতরে বনে প্রবেশ করে। মধু আহরন শেষে আবার খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমনের শিকার হন মোশারফ।
খালে পানি বেশি হওয়ার কারনে হয়তো পায়ে মাটি না পাওয়ায় কুমিরের মুখ থেকে ফিরতে পারেনি মোশারফ।
নিহত মৌয়াল মোশারফ হোসেন ঢাংমারী এলাকার আমির আলী গাজীর সন্তান।