ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কুড়িগ্রামে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা:পুলিশ আসাদ

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হলেন ২২ জন:পুলিশ সদস্যদের সততা,নিষ্ঠা,সাহস ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা: পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম।

শনিবার ( ০৮ জুন ) সকালে কুড়িগ্রাম জেলার নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা,দক্ষতা,পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মসিক সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টর প্যরেডে প্যারেড পরিদর্শন ও কীট প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স কতৃক বরাদ্দকৃত সরকারি বিভিন্ন মালামাল পরিদর্শন করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

পাশাপাশি কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম কোর্টে কর্মরত সহকারি পুলিশ সুপার মো.আমিরুজ্জামান এর কুড়িগ্রাম জেলা পুলিশ হতে র‍্যাব এ বদলি হওয়ায় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার।

এছাড়াও কুড়িগ্রাম জেলা কোর্টে কর্মরত এসআই নিরস্ত্র মো.নজিবুল হক আকন্দ এর অবসর জনিন বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মে/২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন,

মে/২০২৪ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী,শ্রেষ্ঠ থানা হিসেবে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার,শ্রেষ্ঠ এসআই হিসেবে রৌমারী থানার এসআই নিরস্ত্র বরহানুল সুলতানুল আলম,শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানার এএসআই নিরস্ত্র মো.শওকত আলী, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল মো. হাবিবুর রহমান,শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে জেলা বিশেষ শাখায় কর্মরত নারী কনস্টেবল তানিয়া পারভিন আশা,বিশেষ হিসেবে কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়,উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম,পুলিশ লাইন্সে কর্মরত এসআই সশস্ত্র মো.শহিদুল ইসলাম, নাগেশ্বরী থানার এএসআই নিরস্ত্র মো.মাসুদ রানা।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশের ১২ জন পুলিশ সদস্যকে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার,মাদক উদ্ধার,ওয়ারেন্টের আসামী গ্রেফতার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর কতৃক প্রদানককৃত পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ,জংগীবাদ,সাম্প্রদায়িক উষ্কানী,মাদক নির্মূল, অপরাধ দমন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা,সাহসিকতা,কঠোর পরিশ্রম,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়।

এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নাগিরিকদের নির্বিঘ্নে যাতায়াত, পশুর হাট,ঈদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানামাত্রিক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী,ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মোর্শেদুল হাসান,নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানা,রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মমিনুল ইসলাম,কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো.আমিরুজ্জামান,কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো.আখতারুজ্জামান,সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

উন্নয়ন অগ্রযাত্রায় নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ