
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষে আশ্রায়ণ -২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম । শনিবার (৮ জুন ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, উপজেলার ৮ টি ইউনিয়নে ১ম পর্যায়ে ১৫০ টি ,২য় পর্যায়ে ২৫০ টি ,৩য় পর্যায়ে ২২৫ টি ,৪র্থ পর্যায়ে ৩২৫ টি,৫ম পর্যায়ের ১ম ধাপে ৯০ টি গৃহের কাজ সম্পুর্ন ও গৃহহীন-ভূমিহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৫ম পর্যায়ে ২য় ধাপে ৮৭৫ টি গৃহ নির্মাণের কাজ সম্পুর্ন করা হয়েছে।
আগামী ১১জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিষামুড়ি আশ্রায়ণ প্রকল্পে যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করবেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূর্ণবাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই।