
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস, পটুয়াখালী সদর এর আয়োজনে এ অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় মোহাম্মদ ওবায়দুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পটুয়াখালী সভাপতিত্বে করেন।এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ নুর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী।
উক্ত সভায় বোতল বুনিয়া স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ,
পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পুলিশ পরির্দক দেওয়ান জগলুল হাসান ও পটুয়া সদর সহকারী কমিশনার( ভূমি) চন্দন কর। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা টিভি জার্নালিস্ট ফোরাম’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যার্নাজী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ও জনসচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ,পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা গন,সাংবাদিক বৃন্দ, স্কুল ও সুধীজনরা।