
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ করো এদাবীতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত।
৮ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনের আয়োজন করেন স্বাধীন ফিলিস্তিন সংহতি প্রকাশ পরিষদ, পটুয়াখালী। এসময় এ মানববন্ধনে
সভাপতিত্ব করেন শিক্ষাবীদ মোস্তাফিজুর রহমান মিলন। উক্ত মানববন্ধনে এ্যাডভোকেট সুব্রত চন্দ্র শীল’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমরেড মোতালেব মোল্লা,সভাপতি কমিউনিস্ট পার্টি,পটুয়াখালী জেলা শাখা।এসময় বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষজন উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন।