
শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সাধারণ সভা ৭ জুন শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু।সভায় সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সহ-সভাপতি সুরজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নীলকান্ত সিংহ ও অ্যাডভোকেট গৌতম দাস ও নৃপেন্দ্র সিংহ।
সাধারণ সভায় বক্তব্য রাখেন- এম. উত্তম সিংহ রতন, নাম্ব্রাম রতন সিংহ, দিগেন সিংহ, প্রশান্ত সিংহ, ধরনী সিংহ, সিদ্ধমাধব দাস, মনিসানা সিংহ। সভা পরিচালনা করেন সমেন্দ্র সিংহ।
সাধারণ সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয়-ব্যায়-এর হিসাব দাখিল করেন।সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৯ সাল পর্যন্ত ৫ বছরের জন্য এল. প্রশান্ত সিংহকে সভাপতি, নৃপেন্দ্র সিংহকে সাধারণ সম্পাদক, সমেন্দ্র সিংহকে
কোষাধ্যক্ষ ও সজল ঘোষকে প্রচার সম্পাদক করে মোট ২৭ সদস্যবিশিষ্ট সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন); শ্রীশ্রী
জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালদিঘিরপাড় মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ কাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্ক
আশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার ও শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা, সিলেট-এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।