
আমরা একতাই বিশ্বাসী’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলার বেতাগী উপজেলায় ইউওন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সবুজ বাংলা এস্পোটিং ক্লাব কাঠিলায়া বানাম আবরার টাইটান্স বরগুনা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিয়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান।
উপজেলা স্কাউট এর সম্পাদক লুৎফর রহমান স্বপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো মাহমুদুল হাসান মহাসিন, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার,
অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু প্রমুখ।
পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল আবরার টাইটান্স বরগুনার হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল সবুজ বাংলা এস্পোটিং ক্লাব কাঠিলায়া হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।