
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের তিন প্রার্থীর একত্রিত পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন শুক্রবার বিকালে আমড়াগাছিয়া বাজার মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথ সভায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও মঠবাড়িয়া উপজেলার জননেতা মোঃ আশ্রাফুর রহমান।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ( আনারস) ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত( টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরুন-নেছা- নাছিমা( কলস) সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাবৃন্দ ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ পথসভায় সকল বক্তরা তাদের বক্তব্যর মাধ্যমে ৯ জুন রবিবার মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রকার ব্যবস্হা গ্রহণ করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দদের বলেন। উক্ত পথ সভা জনস্রোতের চাপে একপর্যায়ে জনসভায় রুপ নেয়।