
নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।
গতকাল শুক্রবার (৭ জুন) দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো.নবী (৩০)।বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে, মাদক চক্রের সদস্যরা পত্নীতলা ঘোনগর নামক এলাকায় গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে।
এমন সংবাদে ঘোষনগর গ্রামের মোসলেমের মোড়ে আগেই অবস্থানরত ৩ জনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে র্যাব সদস্যরা। পরবর্তীতে তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই তিনজনকে ২টি বস্তাসহ আটক করা হয়।এরপর তাদের বস্তা তল্লাশি করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।