
গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে।শুক্রবার (৭জুন) সকালে দিনটি উপলক্ষ্যে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদুর রহমান চঞ্চল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ চন্দ্র শীল,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইদুল ইসলাম, যুবলীগ নেতা লিটন মন্ডল, রাশেদুল ইসলাম রাসেল, মোন্নাফ হোসেন টুটুল, রাশেদ সরদার, সুমন মিয়া, মানিক মিয়া সহ আরো অনেকে।উল্লেখ্য, বাঙ্গালী জাতির মূক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের সংগ্রামী একটি দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের গৌরবময় অধ্যায় হলো ৬ দফা আন্দোলন।৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের দরবারে স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন।