
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকে আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (গাইবান্ধা)মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) হিমাংশু কুমার মিলন, ইউপি সদস্য তাজুল ইসলাম, কৃষক সাদা মিয়া প্রমূখ।
এতে বিভিন্ন ব্লকে দায়িত্বরত এসএএও গণের মধ্যে মোখলেছুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম, মাহফুজার রহমান, মঞ্জুরুল হক, মমিনুল ইসলাম, , গণমাধ্যমকর্মীগণসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় ব্রি-ধান ৯৮ জাতের (ধান) উক্ত ব্লকের ৪৮ জন কৃষকের ৬০ বিঘা জমি অন্তর্ভুক্ত করা হয়।