পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম (জুয়েল) নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৬ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম (জুয়েল) (ঘোড়া) তার ৩০ দফা নির্বাচনী ইশতেহার পাঠ করেন।তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক বৃন্দ সহ তার কর্মী এবং সমার্থক গন উপস্থিত ছিলেন।
মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন (১) সততা ও নিষ্ঠার সাথে জবাবদিহিতার নতুন ধারায় উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা করা। (২) ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে নিবির সম্পর্কের মাধ্যমে উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধিদের সহায়তা গ্রহণ করা।
(৩) মাদক নির্মুলে খেলাধুলাকে উৎসাহিত করতে যুব-তরুনদের সকল ধরনের সহযোগিতা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা। (৩) উপজেলা পর্যায়ে সরকারের সকল দপ্তরের সাথে সৌহার্দ্যপূর্ন সম্পর্কের মাধ্যমে উপজেলাবাসীর চাহিদা নিরুপনপূর্বক সরকারি সহায়তার সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা। (৫)অগ্রধিকার ভিত্তিতে উপজেলার সকল প্রকল্প চিহ্নিত করন ও বাস্তবায়ন নিশ্চিত করা। (৬) সরকার প্রদত্ত সকল প্রকার সহায়তা শতভাগ স্বচ্ছতার সাথে বন্টন নিশ্চিত করা। (৭)উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। (৮)স্বাস্থ্য সেবা ও চিকিৎসার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। (৯)মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করা। (১০)সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ধর্মীয় ও সামাজিকভাবে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সংযুক্ত করে স্বচ্ছ নিষ্পত্তি সম্পন্ন করা। (১১)কর্মমুখী নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা।
(১২)বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। (১৩)প্রান্তিক পর্যায়ের সকল সমবায় সমিতি ও স্বেচ্ছাসেবী জনকল্যাণকর কাজে সহযোগিতা প্রদান করা। (১৪)উপজেলা পরিষদ কার্যক্রমে প্রভাব বিস্তারকারী দালাল চক্রকে নিবৃত করে সম্পূর্ণ গণমুখী কল্যাণকর ধারা বাস্তবায়ন করা ইত্যাদি।