
প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানে, বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দেবীগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড,
ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাও ও দেবীগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলার বিভিন্ন দেশ থেকে ফেরত আসা অভিবাসী কর্মীরা উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলমের সভাপতিত্বে কাউন্সিলর মোর্শেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র মো: আবু বক্কর সিদ্দিক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এ-সময় বিদেশ থেকে প্রত্যাগত অভিবাসিদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা।