
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন ) সকাল ১০ টার দিকে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ আরও অনেকে ।
রংপুর বিভাগের অন্যান্য উপজেলার মধ্যে শপথ গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ , ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি শিউলী রাণী। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সেই সাথে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহবান জানান।