কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৬ জনকে জুয়া গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ( ৫ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি জানান, রৌমারী থানা পুলিশ শনিবার ( ৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামস্থ দয়া পাগলার মাজার সংলগ্ন বাঁশঝাড়ের নিচে জুয়া খেলা অবস্থায় বাইটকামারী গ্রামের মো. ফরহাদ আলী (২৬), মো. বাদশা মিয়া (৪২), মো. বাচ্চু মিয়া (২৯), মো. রাশেদুল ইসলাম (৩০), বাইটকামারী গ্রামের মো. আইনুদ্দিন হোসেন (২৭), টালুয়ারচর গ্রামের মো. আব্দুল খালেক (৪৯) নামে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা।
ডিআই/এসকে