
ময়মনসিংহের নান্দাইলে কঠোর নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে ১২৬টি ভোট কেন্দ্রে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের
ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ৪৬ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। এছাড়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এমদাদুল হক ভূইয়া আনারস প্রতীক পেয়েছেন ২৯ হাজার ৫৮৭ ভোট। এতে ১৬ হাজার ৮৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম)। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৪ হাজার ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোছা. তাছলিমা বেগম তামান্না। নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহানকে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ অভিনন্দন সহ ফুলেল
শুভেচ্ছা জানান।