
গত ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতী- হীনভাবে ভোট গ্রহণ শেষে ওই দিনগত রাতে উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাতুল ইসলাম।
উপজেলা চেয়ারম্যান পদে এস এম হাবিব, তৃতীয়বারের মত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হ্যাট্রিক করলেন ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা। আর ভোটের রায় বিপক্ষে থাকায় বিদায় নিতে হলো একটানা ১০ বছর চেয়ারম্যান পদে থাকা কামাল উদ্দীন বাদশা ও ৫ বছর মহিলা ভাইস চেয়ারম্যান পদে থাকা ফারহানা আফরোজ মনাকে।
নির্বাচনে এসএম হাবিব দোয়াত কলম প্রতিকে ২৫৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ২৪০৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের তালা প্রতিকে ৩৯,৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১৭,৭৩৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা প্রজাপতি প্রতিকে ৩৬,৬৯৮ ভোেট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা আফরোজ মনা কলস প্রতিকে পেয়েছেন ২৭,৭০৬ ভোট।