
বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাংগার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা
আলোচকবৃন্দ বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ও মৃত্যু ঝুঁকি সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করেন। অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। কোথাও বাল্য বিবাহ সংঘটিত হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ অথবা ১০৯ এ কল করে জানানোর নির্দেশনা প্রদান করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাংগার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো:কবীর হোসেন।