
স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ৬ জুন বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মোঃ নুর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী। এছাড়াও এসময় পটুয়াখালী সদর ভূমি কর্মকর্তার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সহ সাংবাদিক বৃন্দরা। আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সপ্তাহ ভূমি সপ্তাহ-২০২৪ পালন করা হবে পটুয়াখালী জেলায়।