
জামালপুরের মেলান্দহে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে এক দলিল লেখক কে মারধরের অভিযোগ উঠেছে।
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারি পিয়াসকে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় দলিল লেখক আলী আকবর কে মারধর করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
গত মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে পাঁচ টা দিকে উপজেলা হল রুমে সাব-রেজিস্ট্রার অস্থায়ী কার্যালয়ে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় দলিল লেখক আলী আকবর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন।
আহত দলিল লেখক আলী আকবর তার বাড়ি মেলান্দহ পৌরসভা বড়ইপাড়া এলাকায়। তিনি ৭নং ওয়ার্ডের মেলান্দহ পৌরসভার সাবেক কাউন্সিলর।
আহত দলিল লেখক অভিযোগ করে বলেন,’আমি একটি দলিল সাবমিট করি, দলিল পাশ হওয়ার পর সেখানে টিপ দেওয়া হয় সেখানে গেলে টিপ দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার অফিসের পিয়াস ১০০ টাকা চান। আমার কাছে ১০০ টাকা ছিল না আমি পরে দিতে চাইছিলাম। কিন্তু টাকা ছাড়া তারা টিপ দিবে না। পরে দলিল নিয়ে তারা ছুড়ে ফেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।
দলিল লেখক আলী আকবর মেয়ে আখি আক্তার বলেন, সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদারের নেতৃত্বে তার অফিসের স্টাফ পিয়াস ও সাওদাগর ১০০ টাকা চাঁদা না পেয়ে আমার বাবাকে মারধর করেছে। আমি তাদের বিচার চাই।
এবিষয়ে মেলান্দহ সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদার বলেন, দলিল লেখক এবং আমার অফিসের স্টাফের সাথে বাকবিতন্ডায় জড়ান। আমি অফিসের পরিবেশ ঠিক রাখার জন্য দলিল লেখককে বাইরে চলে যেতে বলি। টাকা আদায় করার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।