
বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগনেতা আলহাজ্ব গোলাম সরোয়ার
ফোরকান। তার প্রাপ্ত ভোট ৩৭হাজার এক’শ ৮৮। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এলমান আহমেদ সুহাদ পেয়েছেন ১০ হাজারআট’শ ৯১ ভোট। আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ২৬ হাজার দুই’শ ৯৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।আমতলী উপজেলা:-৬৫টি ভোট কেন্দ্রে গোলাম ছরোয়ার ফোরকান, প্রতীক আনারস-৩৭১৮৮ (বিজয়ী)এলমান উদ্দিন আহমেদ, প্রতীক মোরটসাইকেল-১০৮৯১ (নিকটতম প্রতিদ্বন্দ্বী) মোঃ আলতাফ হাওলাদার, প্রাপ্ত ভোট প্রতীক উটপাখি-১৯৬৫ মোঃ মোশাররফ হোসেন,প্রতীক ঘোরা-৩৬৭ । আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা এতথ্য জানান।