
ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের হৃদরোগ ইউনিটে আট শয্যার আইসিইউ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে এমবিবিএস কোর্সের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন হাসপাতালের তৃতীয় তলার লেকচার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি শহিদুল হাসান, শেখ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক
আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, যুগ্ম সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ , খন্দকার মফিজুর রহমান জামাল , আহমেদ কামাল, চিত্তরঞ্জন ঘোষ, আতিয়ার রহমান, কাজী গোলাম মহিউদ্দিন ,সাহেব সরোয়ার, আসমা বারী, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া, হাসপাতালের পরিচালক মো. মোসলেম উদ্দিন।
পরে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের (হার্ট ফাউন্ডেশন) তৃতীয় তলায় ৮ শয্যা বিশিষ্ট আই সি ইউ এর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন, সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ এগিয়ে গেল। সেই সাথে ফরিদপুরসহ আশেপাশের জেলার জনগণ সুলভ মূল্যে উন্নত আইসিইউ সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত হল।