
টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার শফিউদ্দিন মনি’র জানাজা নামাজ বুধবার( ৫ জুন) বিকেলে মধুপুর রানীভবানী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্হিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী,
মধুপুর পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান,
মধুুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু,ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ,।
উক্ত জানাজা নামাজে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঘাটাইল,,ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মধুপুর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা নামাজের অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুপুর পৌর সভার সাবেক মেয়র মাসুদ পারভেজ।