
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।মঙ্গলবার (৪ জুন) রাতে উপজেলার ঘুমধুম ইউপির ফাত্রাঝিরি নামক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা মালিক বহীন উদ্ধার করা হয়। এ বিষয়ে বুধবার (৫জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,সীমান্তে ৩৪ বিজিবির অধীনস্থ বিপওির জোয়ানরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন একটি দল। এসময় নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুমের ফাত্রাঝিরি এলাকায় বিজিবি এ-সব বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হন। উদ্ধার হওয়া যার আনুমানিক বাজারের মূল্যে দুই কোটির টাকা।
কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন জান বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।