
পিরোজপুরের কর্মরত সংবাদকর্মীদের নিয়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে কমিটি গঠন করা হয়েছে। ০৪. ০৬. ২০২৪ মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের নড়াইপাড়া এলাকায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে এর অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যেমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ইনকিলাব পিরোজপুর জেলা প্রতিনিধি আলহাজ্ব এস. এম. সোহেল বিল্লাহ্ কাজল কে সভাপতি এবং মোহনা টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্য পদের সদস্য হচ্ছেন সহ-সভাপতি গাজী এনামুল হক লিটন (দৈনিক জনতা), সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ (দৈনিক মানবকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক নকীব নাসরুল্লাহ (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক মো: শাহিন ফকির (ডেইলি প্রেজেন্ট টাইমস্) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ অধিকারী (দৈনিক তথ্য দর্পন), জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মামুন (দৈনিক ঢাকা), দপ্তর সম্পাদক মোঃ নাঈমুর রহমান অনিক (রাজধানী টিভি), নির্বাহী সদস্য হুমায়ুন কবির তালুকদার (দৈনিক সবুজ বিপ্লব), নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মিরাজ (ডেইলী মনিং গ্লোরী), নির্বাহী সদস্য জিয়াউল হক (দৈনিক ঘোষনা), নির্বাহী সদস্য এসএম নিয়াজ মোর্শেদ (দৈনিক মতবাদ)।
সভায় নতুন কমিটি প্রতিজ্ঞা করেন যে, আমরা সকল ভয় ভিতিকে উপেক্ষা করে অন্যায়, অবিচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবো । এ ছাড়াও সৃজনশীল লেখনির মাধ্যমে আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ।