
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ ০৫ জুন ২০২৪ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা আর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাংগার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাংগা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাজমুল হামিদ রেজা চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ; প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।